আসসালামুআলাইকুম,
সম্মানীয় অভিভাবক ও অভিভাবিকাদেরকে জানানো হচ্ছে যে,
১) আগামী 14/03/2025 তারিখ বিশেষ কারণবশত মিশনের পঠন-পাঠন বন্ধ থাকিবে।
২) আগামী 27/03/2025 অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৮টার সময় মিশনের পঠন-পাঠন শুরু হবে।
৩) আগামী 28/03/2025 থেকে 07/04/2025 তারিখ পর্যন্ত পবিত্র ‘ঈদুল ফিতার’ উপলক্ষে মিশনের পঠন-পাঠন বন্ধ থাকিবে ইনশাআল্লাহ।
≫ নিম্নলিখিত দিনগুলিতে ক্লাস টেষ্ট পরীক্ষার খাতা দেখানো ও দেওয়া হবেঃ-
তারিখ বার ও সময় শ্রেণী
২০/০৩/২০২৫ বৃহস্পতিবার ১০:৪৫ LKG
২২/০৩/২০২৫ শনিবার ১০:৪৫ UKG ও তৃতীয়
২৪/০৩/২০২৫ সোমবার ১০:৪৫ প্রথম ও চতুর্থ
২৫/০৩/২০২৫ মঙ্গলবার ১০:৪৫ দ্বিতীয় ও পঞ্চম
২৬/০৩/২০২৫ বুধবার ১০:৪৫ ষষ্ঠ,সপ্তম,অষ্টম,নবম,দশম
২৭/০৩/২০২৫ বৃহস্পতিবার ০৯:০০ সমস্ত আবাসিক ছাত্র-ছাত্রী